ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
মুরাদনগরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক আবদুল মোমিনকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন ও খলিল নামে একজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়া আরো দুই আসামি লিপি আক্তার এবং নুরজাহানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

তবে মামলার প্রধান আসামি কাউসার মিয়া পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪ নং আমলি আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় দেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০২ সালের ৪ জুন মুরাদনগর উপজেলার কোদালকাটা গ্রামে জমি সংক্রান্ত ও পাওনা টাকা আদায়ের জের ধরে আব্দুল মমিনকে হত্যা করে প্রতিবেশীরা।
ওই দিনই মমিনের বাবা কালু মিয়া বাদী হয়ে প্রতিবেশী কাউসার মিয়াকে প্রধান আসামি করে রফিকুল ইসলাম, জাকির হোসেন, খলিল, লিপি আক্তার ও নুরজাহানের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।