ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে নকল সিমেন্ট উৎপাদনকালে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
যশোরে নকল সিমেন্ট উৎপাদনকালে আটক ২ ছবি: প্রতীকী

যশোর: যশোরে নকল হোয়াইট সিমেন্ট উৎপাদনকালে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাতে শহরের কাস্টমস গোডাউন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক যুবকরা হলেন, সদর উপজেলার বাসিন্দা আলমগীর (২২) ও কেশবপুরের আইয়ুব (২৩)।

যশোর সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (টিএসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নকল হোয়াইট সিমেন্ট উৎপাদনকালে ওই কারখানায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ। এ সময় ওই কারখানা ও ভেজাল হোয়াইট সিমেন্ট বিক্রয় কেন্দ্র মাইকপট্টির তসবির সিনেমা হল এলাকার এস এ ট্রেডার্স সিলগালা করে দেয় পুলিশ।

তিনি আরও জানান, এস এ ট্রেডার্সের মালিক ও জামায়াত কর্মী আব্দুর রহমান উন্নতমানের হোয়াইট সিমেন্ট কোম্পানির বস্তা নকল করে ভেজাল হোয়াইট সিমেন্ট উৎপাদন করছিলেন। এ ঘটনায় আটক দু’জন ছাড়াও আব্দুর রহমানকে আসামি করে মামলা হয়েছে।

দুপুরে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা,  ২১ জানুয়ারি ২০১৬
এএটি/আরএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।