ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘এইটুকু ভরসা আমাদের ওপর রাখবেন’

মহিউদ্দিন মাহমুদ, নাসির উদ্দিন ও আবদুল্লাহ আল নোমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
‘এইটুকু ভরসা আমাদের ওপর রাখবেন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে: ঐতিহাসিকভাবে বাংলাদেশ গড়া এবং এদেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে দাবি করা লাগবে না। আমি সারা বাংলাদেশের আনাচে-কানাচে ঘুরেছি।

সমস্যা কী আমার জানা। আমি এও জানি কী করে উন্নতি হবে।

তিনি বলেন, এইটুকু ভরসা আমাদের ওপর রাখবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছেন, আগামী দিনেও ভুলবেন না আমাদের। নৌকাই শান্তি দেবে, নৌকাই উন্নতি দেবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, যারা উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসে তারা জঙ্গিবাদ করে। তাদের সময়ে দেশ এগিয়ে যায় না, কোনো উন্নয়ন হয় না।
 
তিনি বলেন, আমাদের সময় পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে উচ্চবিত্তে উঠে এসেছে। এই জাতি নিম্নবিত্তে থাকতে পারে না। এই দেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে। আওয়ামী লীগ বাংলার জনগণের সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়ই।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। জাতির পিতা  এটা আগেই বলে গেছেন। আজকে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। যখন ২০০৮ সালে সরকার গঠন করি তখন ছিল বিশ্বমন্দা, তা কাটিয়ে উঠে আমরা দেশ পরিচালনা করি। দেশে ধারাবাহিক উন্নয়ন হয়েছে আমাদের আমলে।

‘কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বিরাজ করেছে। উল্টো আওয়ামী লীগ আমল হচ্ছে, শান্তি-উন্নয়নের। বিএনপির আমলে কোথায় গণ্ডগোল হয়নি? সবখানে তারা সস্ত্রাস সৃষ্টি করেছিল। যা থেকে সিলেটও বাদ যায়নি। ’

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচালের নাম করে তারা যেভাবে মানুষ হত্যা করেছিল, সেটা পৃথিবীর ইতিহাসে আর আছে কিনা জানি না। তারা মায়ের সামনে মেয়ে, বাবার সামনে ছেলেকে আগুনে পুড়িয়ে মেরেছে। পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে একের পর এক। তবে মামলা হয়েছে, প্রত্যেক মানুষ হত্যাকারীর বিচার বাংলার মাটিতে হবেই, আমরা বিচার করবো।

বিএনপির প্রসঙ্গ টেনে শেখ হাসিনা আরও বলেন, আমরা চাই শান্তি, ওরা চায় অশান্তি। আওয়ামী লীগ চায় ন্যায় প্রতিষ্ঠা হোক, ওরা চায় লুটপাট।

প্রধানমন্ত্রী সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। আওয়ামী লীগই মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। আমাদের লক্ষ্য সব বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। দ্রুতই সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেবো।

প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সিলেটে আজ ২২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আমরা সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক করেছি। এর কাজ আমরা শুরু করেছিলাম, কিন্তু বিএনপি এসে সে কাজ বন্ধ করে দেয়।

‘বিমান এখন লন্ডন থেকে সরাসরি সিলেটে আসে। ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করেছি। বিমানকে উন্নত করেছি। আমাদের লক্ষ্য ছিল, ডিজিটাল বাংলাদেশ করবো, করেছি। থ্রি-জি চালু করেছি, দ্রুতই ফোর-জি চালু করা হবে। ’

তিনি বলেন, দেশে শিক্ষার সম্প্রসারণ হচ্ছে। বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষার এর মধ্যে অন্যতম। দেড় কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। লাখো মানুষকে বিদেশে চাকরির ব্যবস্থা করেছি। প্রত্যেকটি ছেলে-মেয়ে আজ এগিয়ে যাচ্ছে, কর্মসংস্থান হয়েছে। কেউ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াবে না। সারা বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল করছি, যেন কেউ বসে না থাকে। আমরা বেতন বাড়িয়ে দিয়েছি। কোনো সরকার ১২৩ শতাংশ বেতন বাড়াতে পারেনি, আমরা করেছি।

শিক্ষা খাতের উন্নয়নেও প্রধানমন্ত্রী তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, এক কোটি ২৮ লাখ ছাত্র-ছাত্রীকে বৃত্তি এবং উপবৃত্তি দিয়ে যাচ্ছি। বিনা পয়সায় বই দিচ্ছি। এবারও ঠিক সময়ে শিশুদের হাতে হাতে বই পৌঁছে দিয়েছি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়া শিখতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছি। সে সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন, সে অনুযায়ী স্বাধীনতার সুফল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়াই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে, জনসভা মঞ্চের পাশে সিলেটের ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তারপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমইউএম/এনইউ/এএএন/আইএ/এইচএ/

** সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রীর
** মানুষ হত্যাকারী প্রত্যেকের বিচার করবো
** উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছি
** জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী
** সিলেটে ২২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রীর
** সব মিছিল মিলছে আলিয়া মাদরাসা মাঠে
** উন্নত দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই
** স্বাক্ষরতার হার করবো শতভাগ
** শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
** শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
** সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** প্রধানমন্ত্রীর অপেক্ষায় সিলেট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।