ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
গোয়ালন্দে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর খানখানাপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের গাছের ওপর উঠে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, ঢাকার দক্ষিণখান এলাকার সাইমুদ্দিনের ছেলে ও মাইক্রোবাস চালকের সহকারী রুবেল (১৯) এবং যাত্রী রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের হূইলী বেগম (৩০)।

এছাড়া এ ঘটনায় গাড়িতে থাকা আরো চার যাত্রী আহত হয়েছেন। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে।  

গোয়ালন্দের আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ইমদাদুল হক বাংলানিউজকে জানান,  মাইক্রোবাসটি গোয়ালন্দ মোড় থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে চর খানখানাপুর এলাকায় একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের গাছের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়। এছাড়া আহত হন ৫ জন। তাদের মধ্যে ওই নারীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬/আপডেট:  ১৯১৮ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।