ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছিটমহলের জমির মালিকানা চূড়ান্তের কাজ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ছিটমহলের জমির মালিকানা চূড়ান্তের কাজ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: অধুনালুপ্ত ছিটমহলের জমির মালিকানা নিশ্চিত করতে প্রাক-জরিপ শেষে ডিজিটাল পদ্ধতির সাহায্যে চূড়ান্ত জরিপ ও নকশা তৈরির কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে জমির নকশা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম।



এ সময় তিনি বলেন, ছিটমহলে বসবাসকারীদের কাছে এই মূহুর্তে জমির মালিকানার কোনো কাগজ নেই। তাদের মালিকানা নিশ্চিত ও ভোগান্তি দূর করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

পরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিলের হাতে অনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ছিটমহলের জমির কলমি নকশা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।