ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভোলা সরকারি কলেজে নবীনবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ভোলা সরকারি কলেজে নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসের বকুলতলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার। প্রধান অতিথি ছিলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম, হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ আব্বাস উদ্দিন খান, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এসএম কাউয়ুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মহসিন গোলদার, আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান ও ওবায়দুল হক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নওশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষীর্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।