ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‌‘রাজশাহী হবে আধুনিক ও পরিকল্পিত শহর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
‌‘রাজশাহী হবে আধুনিক ও পরিকল্পিত শহর’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজশাহীকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, অর্থনৈতিক দিক থেকে রাজশাহী অঞ্চল অনেক পিছিয়ে আছে।

এই অঞ্চলে কাঙ্ক্ষিত সমৃদ্ধি আনতে যা যা করা দরকার, সরকার তাই করবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত কার্যালয় পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, রাজশাহী একটি ভার্জিন নগরী। এ নগরীকে সুন্দর ও পরিকল্পিতভাবে গড়ে তোলার অনেক সুযোগ রয়েছে।

বাংলাদেশকে ভূমিকম্পপ্রবণ এলাকা উল্লেখ করে তিনি বলেন, ইমারত নির্মাণের ক্ষেত্রে সতর্কতা অবলম্ব করতে হবে। নগরবাসীর উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ আরডিএ মার্কেটকে ঢেলে সাজাতে হবে।

অভিজ্ঞ স্থপতি দিয়ে বর্তমান আরডিএ মার্কেটের ২.১৮ একর জায়গায় ১৫ তলা বিশিষ্ট আধুনিক মার্কেট তৈরিরও নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রকল্প চলাকালে ব্যবসায়ীদের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখে তাদের পুনর্বাসন করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এছাড়া এ মার্কেটে সিনেপ্লেক্সের ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি।

পুরাতন আরডিএ ভবনকে পিপিপি’র আওতায় একটি লাভজনক স্থাপনায় পরিণত করার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন মন্ত্রী।
 
আরডিএ চেয়ারম্যান মো. বজলুর রহমানের সভাপতিত্বে সভায় সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, এনএইচএ’র চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান ও গণপূর্ত অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী আরডিএ’র বাস্তবায়িত এবং বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
 
এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ছোট বনগ্রামে এক কোটি সাড়ে ৮৫ লাখ টাকার স্বল্প ও মধ্য আয়ের সাইড অ্যান্ড সার্ভিস আবাসিক প্লট প্রকল্প, ১২৭ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বহুতলবিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প এবং উপশহরে প্রস্তাবিত এনএইচএ টাওয়ার এলাকাও পরিদর্শন করেন।

বাংলাদেশ সময় : ২০২৭ ঘণ্টা, জানিয়ারি ২১, ২০১৬
এসএস/ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।