ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে শহীদ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ঠাকুরগাঁওয়ে শহীদ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জাঠিভাঙ্গা গণহত্যায় নিহত পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ পরিবারের দুই শতাধিক সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে জেলা ছাত্র ইউনিয়ন।



এ সময় জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক, সহ সাধারণ সম্পাদক শিপেন চন্দ্র সেন, কলেজ শাখার সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, জেলা বিজ্ঞান পাঠশালার যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান লাবু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু ও জাঠিভাঙ্গা গণহত্যায় শহীদ পরিবার সমন্বয় কমিটির সভাপতি ধনি চরণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।