ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ব্যাংক কর্মকর্তা অপহরণের অভিযোগ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
রাজশাহীতে ব্যাংক কর্মকর্তা অপহরণের অভিযোগ মামলা

রাজশাহী: রাজশাহীতে আক্তারুজ্জামান কচি নামে এক ব্যাংক কর্মকর্তাকে (সাময়িক বরখাস্ত) অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তার বাবা আফছার উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



আক্তারুজ্জামান কচি এক্সিম ব্যাংক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেসিডেন্ট ছিলেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বাংলানিউজকে জানান, দুপুর দেড়টার দিকে আক্তারুজ্জামান মহানগরীর পশ্চিম সুলতানাবাদ এলাকার নন্দিতা প্রিন্টিং প্রেসে বসে চা খাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তার মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। সর্বশেষ তার ফোন নম্বরের অবস্থান রেল স্টেশন এলাকায় ছিলো বলে মোবাইল ফোন ট্র্যাকিংয়ে জানা গেছে।

রাজশাহী এক্সিম ব্যাংকের সহকারী প্রেসিডেন্ট নুরুল হাবিব জানান, ৬/৭ মাস আগে আক্তারুজ্জামানকে রাজশাহী শাখা থেকে আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় তিনি সাময়িকভাবে বরখাস্ত হন। অপহরণের বিষয়টি তাদের অফিসে জানানো হয়েছে।

বাংলাদেশ সময় : ২১৫২ ঘণ্টা, জানিয়ারি ২১, ২০১৬
এসএস/ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।