ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাজাহানপুরে শীতার্তদের কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
শাজাহানপুরে শীতার্তদের কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্থানীয় সেফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে দরিদ্র ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়িয়া বাজার কাঁটাবাড়িয়া মোড়ে সমিতির কার্যালয়ে শতাধিক দরিদ্রের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।


 
সমিতির সহ-সভাপতি শওকত হোসেন বেলালের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুবায়েত খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি খন্দকার আতিকুর রহমান, স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান, নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, তালুকদার নাইম, মাহতাব, আসলাম, নুরুন্নবী, হাবিব, হারুন, সাইদুল, আব্দুর রাকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমবিএইচ/ওএইচ/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।