ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে ককটেল বিস্ফোরণে আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
মিরপুরে ককটেল বিস্ফোরণে আহত ২ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী মোড়ে মোটরসাইকেল থেকে নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। তারা একই প্রতিষ্ঠানে কর্মরত।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, নিরাপত্তাকর্মী হারেছ মিয়া (৩০) ও স্টোর ইনচার্জ আজগর আলী (৫০)। এই দুইজন লেটেস্ট ওয়াশ কারখানার কর্মচারী।

আহতরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন মোটরসাইকেল আরোহী হারেছ মিয়াকে টার্গেট করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তাকে বাঁচাতে আজগর আলী এগিয়ে আসলে তাকেও উদ্দেশ্য করে আরেকটি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।

পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আলী।

আলী বলেন, কী কারণে এবং কারা হামলা চালিয়েছে তা আমি বলতে পারছি না।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, আহতরা এখন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এজেডএস/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।