ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ২৬ কেজি স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
শাহজালালে ২৬ কেজি স্বর্ণ জব্দ ফাইল ফটো

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু’টি প্লেন থেকে সাড়ে ২৫ কেজি স্বর্ণ (২২০টি স্বর্ণের বার) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা এমএইচ-১৯৬ ফ্লাইটের দু’টি সিটের নিচ থেকে ২৩ কেজি দুইশ’ গ্রাম ও অপর একটি প্লেনের টয়লেট থেকে দুই কেজি তিনশ’ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

জব্দকৃত স্বর্ণের দাম প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বাংলানিউজকে জানান, জব্দকৃত স্বর্ণের কোনো মালিক পাওয়া যায়নি। সব আনুষ্ঠানিকতা শেষে স্বর্ণগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। স্বর্ণ চোরাচালানে মালয়েশীয় এয়াওয়েজের কেউ জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসজেএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।