ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাস খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
ঝিনাইদহে বাস খাদে পড়ে নিহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে লিয়াকত হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।



শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নগরবাথান এলাকার চাকুমারা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত হোসেন শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- সদর উপজেলার বাধপুকুরিয়া গ্রামের বদর উদ্দিনের মেয়ে পাপিয়া (১৮), কেনু মিয়ার ছেলে কামাল পারভেজ (৩৫), ও তার স্ত্রী সালমা খাতুন (৩০), পোতাহাটি গ্রামের গোপালচন্দ্র বিশ্বাসের ছেলে সরজিত কুমার (৩৭), হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৮), ডাকবাংলা এলাকার মতলেব হোসেনের ছেলে মহর আলী (৩২) ও সাধুহাটি এলাকার সাদেক হোসেনের ছেলে নাসিরুল ইসলামসহ (৫৯) আটজন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে রাতুল পরিবহনের একটি বাস ঝিনাইদহে যাচ্ছিল। পথে বাসটি উপজেলার নগরবাথান এলাকার চাকুমারা ব্রিজের উপর এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ব্রিজ থেকে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় লিয়াকত নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ঝিনাইদহ সদর হাসাপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়:১২৩১ ঘণ্টা, জানুয়ারি ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।