ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বদরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় আদনান আলি (২৫) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিলেন আহম্মদ আলি।

 বৃহস্পতিবার (২১ জানয়ারি) রাতে পৌর শহরের মুন্সিপাড়ার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।



এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আদনান আলি মাদকে আসক্ত, তিনি প্রায়ই মাদক কেনার টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন এবং বাড়ির আসবাবপত্র ভেঙে ফেলতেন। এতে অতিষ্ট হয়ে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন আদনানেন বাবা। নেশাগ্রস্ত আদনান থানায় অভিযোগের কথা শুনে ক্ষিপ্ত হয়ে বাবা-মার ওপরে আবারও অত্যাচার শুরু করলে আহম্মদ আলি নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

বদরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন জানান, বাবার অভিযোগের প্রেক্ষিতে ছেলেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।