ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নেশার টাকা না পেয়ে ফরিদপুরে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
নেশার টাকা না পেয়ে ফরিদপুরে যুবকের আত্মহত্যা

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার মোবারক মোল্লার ডাঙ্গীতে মাসুদ ব্যাপারী (২২) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
 
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।



ওই যুবকের বাবা দিনমুজুর মান্নান ব্যাপারী জানান, তার ছেলে গত ৫/৬ বছর ধরে খারাপ ছেলেদের সঙ্গে মিশে নেশা করতো। মাঝে মধ্যেই সে নেশার টাকার জন্য পরিবারের লোকজনদের মারধরও করতো।

তিনি বলেন, আজ সকালেও সে নেশার জন্য টাকা চেয়ে তার মা মর্জিনা বেগমকে মারতে যায়। এক পর্যায়ে সে বলে, ‘আমাকে টাকা দিলি না, আমি মরে যাবো’।

এরপর পরিবারের সদস্যরা যে যার মতো দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েন। অনেক সময় ধরে মাসুদকে দেখতে না পেয়ে খোঁজাখজি শুরু করেন তারা। এর এক পর্যায়ে তার শোবার ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে মাসুদকে  আড়ার সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলতে দেখেন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার এসআই মিজানুর রহমান বলেন, পরিবারের সদস্যদের ধারণা, নেশার টাকা না পেয়েই মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন মাসুদ। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।