ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বিনামূল্যের পাঠ্যবই বিক্রিকালে জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
লক্ষ্মীপুরে বিনামূল্যের পাঠ্যবই বিক্রিকালে জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সদর উপজেলার কুশাখালী কাঁঠালী এলাকায় বিনামূল্যে বিতরণের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রায় ৫শ পাঠ্যবই বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় দাসের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) গনেশ চন্দ্র দাস জানায়, রাতে কুশাখালী দাখিল মাদ্রাসার সুপার শাহজাহান বই গুলো বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যানে করে অন্যত্র পাঠাছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। তবে পুলিশ আসার আগেই সংশ্লিষ্টরা পালিয়ে যান।  

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুজ্জামান খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সমরকান্তি বসাক ঘটনাস্থলে পাঠালে তিনি প্রায় ৫শ বই জব্দ করেন।

সহকারী কমিশনার (ভূমি) সমরকান্তি বসাক জানায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সরকারি প্রায় ৫শ পাঠ্যবই জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।