ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সন্ধ্যা হলেই স্বয়ংক্রিয়ভাবে সড়ক বাতিগুলো জ্বলে উঠবে। এর জন্য দরকার হবে না আলাদা কোনো অপারেটর।

এমন সব নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প নিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬।

শুক্রবার(২২ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দীন বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র সচিব মেজবাহ উদ্দীন বলেন, উদ্ভাবনী চিন্তা-চেতনা কাজে লাগিয়ে তরুণদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। এর মাধ্যমেই সরকার ও জনগণের দূরত্ব কমতে পারে। ইতোমধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ডিজিটাল সেবা প্রদান শুরু করায় উপকারভোগীদের হয়রানি অনেক কমেছে।

মেলায় চারটি প্যাভেলিয়নে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫১টি স্টলে শিক্ষা বিষয়ক গেমস, মাল্টিমিডিয়া ক্লাসরুম, এমএমসি ড্যাশ বোর্ড, শিক্ষক বাতায়ন ও মডেল কন্টেন্ট, মুক্ত পাঠ প্রদর্শন এবং Solve-a-Thon শীর্ষক প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। এছাড়াও থাকছে ডিজিটাল কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা।

প্রথম দিনেই শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলা চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।