ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক হাবিবুর রহমানের জন্মদিন শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সাংবাদিক হাবিবুর রহমানের জন্মদিন শনিবার হাবিবুর রহমান

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট হাবিবুর রহমান মিলনের ৮১তম জন্মবার্ষিকী শনিবার (২৩ জানুয়ারি)।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই সংবাদকর্মী ১৯৩৫ সালের ২৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার উচালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা ভাষা-সাহিত্য ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৬৫ সালে এমএ ডিগ্রি লাভ করেন তিনি।

হাবিবুর রহমান মিলন দৈনিক সংবাদের সহ সম্পাদক হিসেবে ১৯৬৩ সালে সাংবাদিকতা শুরু করেন।

কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, দৈনিক পয়গাম, দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক ছিলেন। প্রায় অর্ধ শতাব্দি ধরে তিনি সাংবাদিকতার জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঐক্যবদ্ধ  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান মিলন তার ‘ঘরে-বাইরে সন্ধানী কলাম’ লিখে সমাদৃত হন। তার প্রকাশিত বই তরঙ্গ নীল রাত্রি (উপন্যাস), মহিলা বিজ্ঞানী, নির্বাচিত কলাম ঘরে-বাইরে ও দারিদ্র্য ও মানবতা।

তিনি ২০১৫ সালের ১৪ জুন ইন্তেকাল করেন।

বাংলাদেশ  সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।