ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাত তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সাত তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাত তলা ভবন থেকে পড়ে আলম মিয়া (২৭) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



নির্মাণাধীন ভবনের প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, সিকদার মেডিকেল কলেজ হাসপতালের পাশে সাত তলা ভবনের ঢালাই কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আলম।

এ প্রসঙ্গে মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।