ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
রাজধানীতে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকা থেকে নয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১।

আটকরা হলেন- মোতালেব (৪৫) ও জিহাদ (২২)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়- সায়েদাবাদ এলাকায় ইয়াবার একটি চালান হাত বদল হতে হচ্ছে। তখন র‌্যাব-১’র একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৩০ পিস ইয়াবা ও এক লাখ টাকাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসজেএ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।