ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেশবপুর(যশোর)থেকে: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



ড. মশিয়ুর রহমান বলেন, দেশে একটি গোষ্ঠী ধর্মের নামে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে মানুষ পুড়িয়ে ও বোমা মেরে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করতে হবে।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা আরও বলেন, মধুসূদন দত্ত উপলব্ধি করেছিলেন মাতৃভাষা ছাড়া প্রতিভা বিকাশ সম্ভব নয়। তাই তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষায় সাহিত্য চর্চা শুরু করেন। সেই থেকে শুরু হয় বাংলা সাহিত্যের জাগরণ।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও যশোর জেলা প্রশাসন সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে।

শুক্রবার(২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মধুমেলার উদ্বোধন করেন।

মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।

সেখানে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সহিদুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।


** সেজেছে সাগরদাঁড়ি, শুক্রবার শুরু মধুমেলা



বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।