ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বেনাপোলে অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা কদমতলা বাজার থেকে তাদের আটক করা হয়।


 
আটক যুবকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে আব্দুল করিম (৩৪) ও রওশন মোল্লার ছেলে কামাল হোসেন (৩৬)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। পরে, তল্লাশি চালিয়ে করিমের কাছ থেকে একটি পিস্তল ও কামালের কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বাংলানিউজকে বলেন, তারা কি উদ্দেশে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল – সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  
 
আটক দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।