ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসের আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ: পিডিবির তত্ত্বাবধানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিসিবি কোম্পানির ৩৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের অফিসকক্ষে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ, মণ্ডলপাড়া, ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ীর ৮টি ইউনিট একঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দিনমনি সরমা জানান, প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
জেডএস

**  সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসে অগ্নিকাণ্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।