ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে মদপানে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বদলগাছীতে মদপানে ৩ জনের মৃত্যু

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে মদপান করে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।



এরা হলেন- নওগাঁ সদর উপজেলার নুরপুর গ্রামের ওসমানের ছেলে হোসেন (৩০), একই গ্রামের বাবুর আলীর ছেলে আবদুল মজিদ (৩০) ও বদলগাছী উপজেলার এনাতেপুর গ্রামের কোরানা সরদারের ছেলে সোলাইমান (৪০)।  

এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে পিকনিকের অনুষ্ঠানে মদপান করে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার মোট সাতজন অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা হোসেন, আবদুল মজিদ ও সোলাইমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপাতালে মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫/আপডেটেড ১২২১ ঘণ্টা,
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।