ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: আজ হাঁটবো, কাল দৌড়াবো- এ স্লোগানে পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে নীল সাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৮টায় বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশন হতে ম্যারাথন শুরু হয়।

অংশগ্রহণকারীরা ২১ দশমিক এক কিলোমিটার পথ দৌড়ে বান্দরবান শহরের রাজার মাঠে গিয়ে ম্যারাথন শেষ করবেন।

এভারেস্ট একাডেমি এবং ফর অ্যাডভেঞ্চারের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এ ম্যারাথন আয়োজন করেছে।

বিকেল ৪টায় বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। এসময় আতশবাজি প্রজ্জ্বলন, পিঠা উৎসবসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ সিকদার, ৬১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের ৯টি স্থানে ইতিমধ্যে মিনি স্কাই ম্যারথন অনুষ্ঠিত হয়েছে। এবার পূর্ণাঙ্গ ম্যারাথন বান্দরবানে আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সারা বিশ্বের কাছে তুলে ধরাই ম্যারাথনের মূল উদ্দেশ্য বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এর আগে ২০১৪ সালের ডিসেম্বর মাস জুড়ে দেশের ৮টি বিভাগে বিভাগীয় স্কাই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। পুরো ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে টপ অব দ্য ওয়ার্ল্ড নামের একটি সংস্থা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।