ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিক্সা চালক নিহত, আটক ৩

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিক্সা চালক নিহত, আটক ৩

কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁও পোকখালীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ফারুক নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে পোকখালী হাইস্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত রিক্সা চালক পশ্চিম পোকখালী এলাকার মৃত ওবাইদুল হকের ছেলে।

নিহতের চাচাতো ভাই সাদ্দাম বাংলানিউজকে জানান, শুক্রবার রাত ১ টার দিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ফোন করে ফারুকের পরিচয় জানতে চায়। এসময় পুলিশের পক্ষ থেকে জানানো হয় পোকখালী হাইস্কুলের উত্তর পাশে ফারুকের লাশ পড়ে আছে।

পরে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী রাত ৩ টার দিকে হাইস্কুলের উত্তরপাশের্ একটি ডোবা থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মিনহাজ উদ্দিন ভুইয়া বাংলানিউজকে জানান, রাত ১২ টার দিকে ইসলামাপুর এলাকায় একটি চোরাই রিক্সাসহ ৩ জনকে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে স্থানীয়দের হাত থেকে চোরাই রিক্সাসহ ওই তিনজনকে উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তারা রিক্সাচালককে হত্যার ঘটনা স্বীকার করে।

প্রাথমিক স্বীকারোক্তিতে তারা জানিয়েছে, শুক্রবার রাত ৯ টার দিকে পোকখালী হাইস্কুলের সামনের রাস্তায় ফারুক নামে ওই রিক্সা চালকের গতিরোধ করে তিন যুবক। পরে তাকে হত্যা করে রিক্সাটি ছিনিয়ে নিয়ে যায় তারা।

এরপর রিক্সাটি ইসলামপুর এলাকায় বিক্রি করার সময় তারা জনতার হাতে ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৩০১ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
টিটি/এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।