ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চার্চের জমি দখল মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
চার্চের জমি দখল মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাচীন একটি চার্চের জমি দখল মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে বাংলাদেশ খ্রিষ্ট্রান অ্যাসোসিয়েশন।

শনিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মলনে সংগঠনের নেতারা এ হস্তক্ষেপ কামনা করেন।



লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব নির্মল রোজারিও বলেন, বরিশালের প্রাণকেন্দ্র ফজলুল হক অ্যাভিনিউতে ২০০ বছরের পুরোনো চার্চ সেন্ট পিটার্স চার্চ অবস্থিত। যা প্রাচীনতম ঐতিহাসিক চার্চগুলোর একটি। এর জমির পরিমাণ দুই একর বাহান্ন শতাংশ। এতে ৭৯ দশমিক নয় শতাংশ জমির উপর একটি পুকুরও রয়েছে।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় সেই পুকুরের জমি জবর দখল পূর্বক ভরাট করে বরিশাল জেলা আইনজীবী সমিতি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এ নিয়ে চলমান প্রতিবাদ কর্মসূচির মধ্যেও আইনমন্ত্রী বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

তাই চার্চের জমি রক্ষায় ও ভবন নির্মাণ বন্ধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জাতীয় চার্চ পরিষদ, বাংলাদেশে'র সাধারণ সম্পাদক রেভাঃ ডেভিড অনিরুদ্ধ দাশ দীপক, বাংলাদেশ ব্যাপিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি উইলিয়াম প্রলয় সমাদ্দার, মডারেট চার্চ অব বাংলাদেশ'র রাইট রেভাঃ পল এস সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।