ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুবককে জবাই করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বগুড়ায় যুবককে জবাই করে হত্যা

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় সাইদুর রহমান (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দামুয়া গ্রামের একটি সবজি খেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



নিহত সাইদুর শেরপুরের উলিপুর অফিসারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা বাংলানিউজকে জানান, শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুর তার শেরপুরের বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

পরে শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে দামুয়া গ্রামের একটি সবজি খেতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ নিহতের স্বজনদের বিষয়টি জানালে তারা সাইদুরের মৃতদেহ সনাক্ত করেন।  

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে জানান, ময়না তদন্তের জন্য নিহতের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তাৎক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত কাজ শুরু করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/বিএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।