ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে টায়ার কারখানায় আগুন, নিহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
গাজীপুরে টায়ার কারখানায় আগুন, নিহত ৫ ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাজীপুরের পূবাইলে একটি টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পূবাইলের কলেজ গেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়দেবপুর স্টেশনের অফিসার হাসিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে নারীসহ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থলে গিয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।



বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬, আপডেট: ১৭৪৪ঘণ্টা
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।