ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে মার্স হিস্টোরিয়া আতঙ্কে ৯ শ্রমিক হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
না.গঞ্জে মার্স হিস্টোরিয়া আতঙ্কে ৯ শ্রমিক হাসপাতালে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের একটি পোশাক করাখানার নয়জন শ্রমিক মার্স হিস্টোরিয়া ভাইরাসের আতঙ্কে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (২৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ইপিজেডের ডিএনভি পোশাক কারখানায় এই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় অসুস্থ অবস্থায় নয় শ্রমিককে নারায়ণগঞ্জের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থ শ্রমিকেরা হলেন- নাসিমা, সুফিয়া, হাসিনা, শারমিন, সালমা, জেসমিন, শাহিদা, জহুরা ও কামরুন্নাহার।

হাসপাতালটির জরুরি বিভাগের মেডিকেল অফিসার তাহমিনা নাজনীন বাংলানিউজকে জানান, কারখানায় হঠাৎ মার্স হিস্টোরিয়ার আতঙ্কের কারণে শ্রমিকদের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছে। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।