ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যারা মানুষ হত্যা করে তারা অমানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
যারা মানুষ হত্যা করে তারা অমানুষ ছবি: রাজিব/ বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ধর্মের নামে মানুষ হত্যা করছে মৌলবাদীরা। যারা মানুষ হত্যা করে তারা মানুষ না, অমানুষ।



রোববার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিশু একাডেমিতে ৯ম জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এমন মন্তব্য করেন।

ঢাবি উপাচার্য বলেন, দেশে মুক্তমনাদের ওপর অত্যাচার নির্যাতন চলছে। মৌলবাদীরা ধর্মের নামে মানুষ হত্যা করছে। তাদের মধ্যে শিক্ষার আলো নেই, তাই তারা এমনটা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে।

সদ্য প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের বিষয়ে তিনি বলেন, আলতাফ মাহমুদ সাংবাদিক হিসেবে পরিচিত থাকলেও দেশের সব আন্দোলনে তার ভুমিকা ছিলো উল্লেখযোগ্য। তিনি একজন ভালো মানুষ ছিলেন।

বিতার্কিকদের উদ্দেশে তিনি বলেন, এই তরুণরাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরাই বিতর্ককে এগিয়ে নিয়ে যাবে। পুরো পৃথিবীর লোকজনই বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত নেন এবং তা বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়াও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।