ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
চান্দিনায় ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় লবণ বোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।



রোববার (২৪ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ট্রাকের চালক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচুলীপাড়া গ্রামের নজির আহমেদের ছেলে ইয়াকুব আলী (৩১) ও হেলপার একই জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গ্রামের দলিলুর রহমানের ছেলে আব্দুল কাদের (২৪)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার মহাসড়কে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী লবণ বোঝাই একটি ট্রাকে (চট্ট-মেট্রো-ট-১১-৪৩৯৬) অভিযান চালিয়ে ট্রাকের চালক ও হেলপারের দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।