ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
নীলফামারীতে ডিজিটাল মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, সিভিল সার্জন আব্দুর রশিদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু মারূফ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ও পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আফরোজা বেগম প্রমুখ।

এরআগে, এ উপলক্ষে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ডিসি অফিসের আইসিটি শাখার সহকারী কমিশনার জেতি প্রু বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় চার প্যাভিলিয়নে সরকারি ই-সেবা, শিক্ষা, ই-কমার্স ও তরুণ উদ্যোক্তাদের ৫৭টি স্টল স্থান পেয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে মেলা চলবে সোমবার রাত পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলায় ওয়াইফাই সেবাসহ বিভিন্ন ডিজিটাল সেবা দেওয়া হবে। এছাড়া রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ই-সেবা কার্যক্রম দর্শনার্থীদের সামনে প্রদর্শন করা হবে বলে জানান জেতি প্রু।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।