ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ঠাকুরগাঁও: ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার(২৪ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার আশফিকুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আজাহার আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায় প্রমুখ।

৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রায় ৫০টি স্টল বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।