ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ১০ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী সোমবার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
রাজশাহীতে ১০ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী সোমবার শুরু

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগ ও রাজশাহী আর্ট কলেজের একদল তরুণ শিল্পীর চিত্রকর্ম নিয়ে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘প্রথম চোরকুঠুরি শিল্পকর্ম প্রদর্শনী’।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় রাবির টিএসসিসি ভবনে এ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে।



তরুণ শিল্পীদের নিয়ে গঠিত সংগঠন চোরকুঠুরি আর্ট গ্রুপ এ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেতে যাচ্ছে। গ্রুপের ১০ তরুণ শিল্পীর অন্তত ৫৪টি শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী।

এর মধ্যে চিত্রকর্ম রয়েছে ৪১টি, ভাস্কর্য ৯টি ও আলোকচিত্র রয়েছে ৬টি।

চোরকুঠুরি আর্ট গ্রুপের আহ্বায়ক ও রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক নারগিস পারভীন সোমা জানান, প্রথমবারের মতো বিশাল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পকর্ম প্রদর্শনীটি।

এর মধ্যে সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিটি শিল্পকর্মে দেশ, সমাজ ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এ প্রদর্শনীতে কেউ এলেই এক পলকে ফ্রেমে বাঁধা চিত্রকর্মের নিপূণতার সঙ্গে দেশ, সমাজ ও প্রকৃতির মেলবন্ধনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন।  

নারগিস পারভীন সোমা বলেন, সাধারণত শিল্পকর্মের আয়োজন রাজধানীকেন্দ্রিক হয়ে থাকলেও, প্রথমবারের মতো এবার রাজশাহীতে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বাইরের বিশাল শিল্পজগতের বিস্তার ঘটাতেই এ আয়োজনের উদ্যোগ। এ উপলক্ষে ক্যাটালগ প্রস্তুত করা হয়েছে। এছাড়া অংশ নেওয়া শিল্পীদের ডিসপ্লে প্রদর্শন করা হবে শিল্পকর্ম প্রদর্শনীতে।

প্রদর্শনীর শিল্পীরা হলেন- নারগিস পারভীন সোমা, শরীফুল ইসলাম, রাশেদ মিলন, মাসুমা আকতার শিমুল, সামাউন হাসান, শান্তনু মণ্ডল, আশরাফুল হক রিপন, রাইহান উদ্দিন ফকির, জান্নাতুল ফেরদৌসী হিরা ও কেজে জুয়েল।

সোমবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানউদ্দিন। প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমদ, এনা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তহুরা হক ও রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের সভাপতি আবদুর রশিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।