ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ফতুল্লায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

রোববার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের একটি রেস্টুরেন্টের পাশের পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন, ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার মৃত আলমাস আলীর ছেলে রাসেল (৩৫) ও মাসদাইর তালা কারখানার আবুল হোসেনের ছেলে নাসির হোসেন (২৫)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এবি সিদ্দিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইসদাইরস্থ হিমালয় চাইনিজ রেস্টুরেন্টের পাশে অবস্থিত পরিত্যক্ত একটি ঘর থেকে ১ হাজার ৪৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এসময় দু’জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল চালানের মূল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।