ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দেড়শতাধিক ব্যাটারিচালিত রিকশা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
সিলেটে দেড়শতাধিক ব্যাটারিচালিত রিকশা জব্দ ছবি: সংগৃহীত

সিলেট: উচ্চ আদালতে রিট খারিজের পর সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে দেড়শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে মহানগর ট্রাফিক পুলিশ।



সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা বলেন, উচ্চ আদালতে রিট খারিজ হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, সিলেট রিকশা মালিক সমাজকল্যাণ সমিতির সভাপতি এমএএম শাহজাহান উচ্চ আদালতে গত ১৯ জানুয়ারি খারিজ হওয়া রিট ১৩৯৯৬/১২’র নিষ্পত্তি সংক্রান্ত কাগজপত্র সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশনে রোববার দুপুরে হস্তান্তর করেন।  
এসময় লিখিত আবেদনে উল্লেখ করা হয়, আদালত রিট আবেদনের রুল জারি করলেও কোথাও ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেননি। রিট খারিজ হওয়ায় বর্তমানে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে কোনো বাধা নেই।

সিলেট রিকশা মালিক সমাজ কল্যাণ সমিতির সভাপতির প্রধান উপদেষ্টা সহিদুল হোসেন আহমদ মামুন বলেন বলেন, আমরা রিট খারিজ সংক্রান্ত কাগজপত্র প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। রিট ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি নয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে এসএমপির সহায়তায় সিসিক অভিযান চালাবে।

গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ শুনানি শেষে সিলেট ব্যাটারি চালিত রিকশা মালিক সমিতির রিট খারিজ করে দেন। এরপর থেকে রোববার অভিযান শুরু করে এসএমপির ট্রাফিক বিভাগ।

গত বছরের ২১ মে প্রাক বাজেট আলোচনায় সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন।

এর আগে, ২০১৪ সালের ০৭ নভেম্বর সিলেট সফরকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিজে অভিযান চালিয়ে ১০টি অটোরিকশা আটক করে যানটি নিষিদ্ধ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।