ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ শাহীন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের সর্দারের হাট থেকে তাকে আটক করা হয়।



শাহিন একই ইউনিয়নের ভিটা সাখইল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, শাহীন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দুপুরে ইয়াবা নিয়ে সর্দারের হাটে অবস্থান করছিলেন তিনি। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।