ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ৬৫ করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ৬৫ করার দাবি ছবি: রানা - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৬৫ করার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার কল্যাণ পরিষদ এবং চাকরিজীবী মুক্তিযোদ্ধা ফোরাম।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।



হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল।

তিনি বলেন, সরকার বিচারপতিদের বয়স বাড়িয়ে ৬৭ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছর করেছে। কিন্তু বিচারপতিদের একটি অংশ বঙ্গবন্ধু হত্যার বিচারে বিব্রতবোধ করে আর শিক্ষকদের একটি অংশ জাতির পিতা, মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে। আর যারা দেশের জন্য জীবনবাজী রেখে যুদ্ধ করেছিল তাদের জন্য চাকরির বয়স ৫৯ বছর।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়েই দেশের মানুষ যুদ্ধ করেছিল উল্লেখ করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করে এদেশ চলতে পারে না, কেউ চলতে পারবে না।

মানববন্ধনে সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা এম এ মাজেদ বলেন, ২০১০ সালে সরকার মুক্তিযোদ্ধাদের বয়স বাড়িয়ে ৫৯ করলেও পরবর্তিতে প্রজাতন্ত্রের সব কর্মকর্তারা একই সুবিধা লাভ করছে। ফলে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতিস্বরূপ দুই বছরের কোনো কার্যকরিতা নেই।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাকরিজীবী মুক্তিযোদ্ধা ফোরামের সমন্বয়ক হেদায়েতুল বারী, জামাল উদ্দিন শিকদার ও ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।