ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
সাভারে রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ

সাভার (ঢাকা): ‘৩৩ মাস পার হলো, দোষীদের কি হলো’ শ্লোগান নিয়ে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।



রানা প্লাজা শাখার সমন্বয়ক সিরাজ ফকিরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার।

প্রতিবাদ সমাবেশে বক্তারা রানা প্লাজার মালিক সোহেল রানা ও অভিযুক্ত সব কর্মকর্তার সরকারের কাছে ফাঁসির দাবি জানান।

এছাড়া কর্মস্থলে দেশের সব শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।