ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৪ হাজার লিটার মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
দিনাজপুরে ৪ হাজার লিটার মদসহ আটক ২ ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর শহরের মাতাসাগর নিশ্চিন্তপুর এলাকা থেকে চার হাজার লিটার চোলাই মদসহ নূরজাহান বেগম (৪২) ও মো. সুজন (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।



আটক নূরজাহান ওই এলাকার মোজাম্মেল হকের স্ত্রী ও সুজন স্থানীয় আব্দুল আজিজের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এলাকায়
চোলাই মদের ব্যবসা করে আসছিলেন নূরজাহান ও সুজন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চার হাজার লিটার চোলাই মদসহ তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।