ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খালেদা জিয়াকে ধিক্কার জানালেন বাণিজ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
খালেদা জিয়াকে ধিক্কার জানালেন বাণিজ্যমন্ত্রী খালেদা জিয়া ও তোফায়েল আহমেদ

জাতীয় সংসদ ভবন থেকে: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধিক্কার জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ ধিক্কার জানান মন্ত্রী।


 
খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, আমার ভাবতে অবাক লাগে। এই বাংলাদেশে স্বাধীনতার মাস ডিসেম্বরে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। যে ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছেন, তা আর্ন্তজাতিকভাবে স্বীকৃত। আর খালেদা জিয়া এটা নিয়ে কটাক্ষ করলেন?
 
‘যারা স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে, তাদেরকে ধিক্কার জানাই। তাদের প্রতি ঘৃণা’ উল্লেখ করে তোফায়েল বলেন, যে বাংলাদেশ জাতির জনক সৃষ্টি করে গেছেন, সেই বাংলাদেশ আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শূন্য হাতে যাত্রা শুরু করা বাংলাদেশ এখন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্ন্তজাতিক বিশ্বে বিস্ময়কর ও মিরাকল বলে অবির্ভূত হয়েছে, মন্তব্য করেন আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদের সদস্য।

এ সময় উনসত্তরের গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা ও স্মৃতি রোমন্থন করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, রোববার দেশে উদযাপিত হচ্ছে ৪৭তম ‘গণঅভ্যুত্থান দিবস’। ১৯৬৯ সালের এই দিনে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভকারীরা সচিবালয় অবরোধ করে এবং একটি পয়েন্টে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের গুলিতে নব কুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী মতিউরসহ দু’জনের মৃত্যু হয়। তার আগে বিক্ষোভকারীরা ন্যাশনাল প্রেস ট্রাস্ট (এনপিটি) অফিস পুড়িয়ে দেয়। এখানে সরকারের মুখপাত্র ইংরেজি দৈনিক ‘মর্নিং নিউজ’ ও বাংলা সংবাদপত্র ‘দৈনিক পাকিস্তান’-এর অফিস ছিল।

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বাধীন করা এবং সোনার বাংলা গড়ে তোলা’ উল্লেখ করে তোফায়েল বলেন, আজ এ স্বপ্নগুলো সম্ভব হচ্ছে বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে। সেদিন বেশি দূরে নয়, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তারই কন্যার নেতৃত্বে দেখতে পাবো। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই পথেই এগিয়ে চলেছি।
 
** মানুষ বাড়ছে, জমি কমছে
** বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে
** বিদেশি পর্যটকদের ভ্রমণে আয় ৪ হাজার ৪৪৬ কোটি টাকা
** যুদ্ধবিমান কিনবে সরকার
** অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি ফের মালিককে ফেরতের সুযোগ নেই

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।