ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
রাজধানীতে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত ফাইল ফটো

ঢাকা: রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় একই সময় পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন অপর এক ব্যক্তি।



রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ড সংলগ্ন রেললাইন ও এফডিসি সংলগ্ন রেললাইনে দুর্ঘটনা দু’টি ঘটে।

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ড সংলগ্ন রেললাইনে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত কিশোরের নাম-পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ১৫ বছর।

এদিকে, এফডিসি সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিরও নাম-পরিচয় জানা যায়নি। তাৎক্ষনিকভাবে তার বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কমলাপুর থেকে এয়ারপোর্টগামী ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। দু’জনেরই নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।