ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দেশে খাস জমি রয়েছে সাড়ে ৩৮ লাখ একর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
দেশে খাস জমি রয়েছে সাড়ে ৩৮ লাখ একর ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: দেশে বর্তমানে খাস জমির পরিমাণ ৩৮ লাখ ৫৩ হাজার ৭৯৪ একর। এর মধ্যে কৃষি খাস জমির পরিমাণ ২০ লাখ ৭১ হাজার ৮১৫ একর এবং অকৃষি খাস জমির পরিমাণ ১৭ লাখ ৮১ হাজার ৯৭৮ একর।


 
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ।
 
মন্ত্রী বলেন, সবচেয়ে বেশি ৭ লাখ ৭৪ হাজার ২৪৪ দশমিক ৭ একর খাসজমি রয়েছে বান্দরবান জেলায়। অপরদিকে সবচেয়ে কম ২ হাজার ৬২ দশমিক ৪৫৬ একর খাস জমি রয়েছে গোপালগঞ্জ জেলায়।
 
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএম/জেডএস

** স্পিকার ও এমপিদের বেতন ভাতা দ্বিগুণ করতে সংসদে বিল
** খালেদা জিয়াকে ধিক্কার জানালেন বাণিজ্যমন্ত্রী
** মানুষ বাড়ছে, জমি কমছে
** বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে
** বিদেশি পর্যটকদের ভ্রমণে আয় ৪ হাজার ৪৪৬ কোটি টাকা
** যুদ্ধবিমান কিনবে সরকার
** অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি ফের মালিককে ফেরতের সুযোগ নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।