ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের চক্রবর্তী এলাকায় বাসের চাপায় আব্দুল্লাহ (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আব্দুল্লাহ ময়মনসিংহের মুক্তাগাছা থানার কদুরপাড় এলাকার কেরু মোহন দাসের ছেলে। তিনি কাশিমপুর এলাকার প্রফেশনাল টেক্সটাইল লিমিডেট কারখানায় সহকারী স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ‍বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে গাজীপুরের বেক্সিমকো এলাকা থেকে আব্দুল্লাহ বাসা বদলের জন্য একটি পিকআপভ্যানে করে বাসার মালামাল নিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় যাচ্ছিলেন। এ সময় চক্রবর্তী এলাকায় দ্রুতগতির একটি বাস পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আব্দুল্লাহ ছিটকে রাস্তায় পড়লে ওই বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
 
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।