ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় জমি নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
শৈলকুপায় জমি নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, উপজেলার শেরপুর গ্রামের তোবারক হোসেন ও মাখনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২১ রাউন্ড রাবার ও শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে এসআই সুনীলসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা শৈলকুপা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।