ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।



পরে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমিনুর রশীদ,  অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু ও অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান ভিত্তিক উদ্ভাবনী উপকরণ ব্যাংক, বীমা, পাসপোর্ট, ভূমি, প্রাণিসম্পদসহ বিভিন্ন দপ্তরের ৪০টি স্টল অংশ নিচ্ছে।

এর আগে মেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাথী, সুশীল সমাজের প্রতিনিধি, জিও-এনজিও প্রতিনিধিদের অংশ গ্রহণে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।