ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল শুরু

পার্বতীপুর(দিনাজপুর): পার্বতীপুর-রংপুর রুটে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



এর আগে রোববার(২৪ জানুয়ারি) রাত ৩টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের সুন্দরীপাড়া রেলগেটে পাথর বোঝাই ট্রাক ভেঙে পড়ে ট্রেন চলাচল বন্ধ ছিল।

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, পঞ্চগড় থেকে নুড়ি পাথর নিয়ে একটি ট্রাক(নম্বর ঢাকা মেট্রো- ট- ১৮- ২৪০২) ঢাকা যাচ্ছিল। পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের সুন্দরীপাড়া রেলগেটে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটির পেছনের অংশ ভেঙে পার্বতীপুর-রংপুর রেল লাইনের ওপর পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে,আন্তঃনগর দোলনচাঁপা, কমিউটার, ডেমু সহ পার্বতীপুর-বুড়িমারী, লালমনিরহাট ও সান্তাহারগামী ৫টি ট্রেন আটকা পড়ে। পরে সকাল ১১টার দিকে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।