ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চার সিটির বায়ু দূষণরোধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
চার সিটির বায়ু দূষণরোধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

ঢাকা: ঢাকার দুই সিটি এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বায়ু দূষণরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে তা জানাতে হবে।


 
সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জানতে চান।
 
এছাড়া বায়ু দূষণরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
 
রিটের বিবাদীরা হচ্ছেন- স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ ও বন সচিব, পুলিশের আইজি, সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালক।
 
১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ ও মো. মুজিবর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।
 
আবেদনে বলা হয়, সিটি করপোরেশনের কর্মীরা সকাল ৭টা থেকে ৮টার মধ্যে অনিয়ন্ত্রিতভাবে রাস্তা ঝাঁড়ু দিয়ে ধূলা বাতাসে ছড়িয়ে দেয়। ধুলাবালি ও আবর্জনা রাস্তার পাশে জড়ো করে রাখে। সারাদিন রাস্তায় চলাচলকারী যানবাহনের কারণে বাতাসে তা ছড়াতে থাকে। এছাড়া কোনো কোনো জায়গায় জড়ো করা আবর্জনা পোড়ানোর ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। এসব ধূলা ও ধোঁয়ার কারণে নগরবাসী শ্বাসকষ্ট নিয়ে চলাচল করছেন। এছাড়া যানবাহনের কালো ধোঁয়ার কারণেও নগরবাসী মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

আবেদনে আরো বলা হয়, বিশ্বব্যাংকের এক পরিসংখ্যানে বলা হয়েছে, বায় দূষণে প্রতিবছর বাংলাদেশে ১৫ হাজারেরও বেশি লোক মারা যাচ্ছে। ৬৫ লাখ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় দু’শ’ মিলিয়ন ডলারের।
 
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫,২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।