ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
পঞ্চগড়ে ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ে সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভূমিকম্প বিষয়ে সচেতনতা সৃষ্টিতে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চগড় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্স যৌথভাবে এ মহড়ার আয়োজন করে।



পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এ মহড়ার উদ্বোধন করেন। মহড়ায় ভূমিকম্পের সময় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস ও বাসভবন থেকে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করতে হয় তা প্রদর্শন করা হয়।

এছাড়াও ভূমিকম্পে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে তা মোকাবেলার বিভিন্ন কৌশল সাধারণ মানুষকে জানানো হয়।

মহড়া পরিচালনা করেন পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর আব্দুল মালেক।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক একে এম মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

পঞ্চগড় জেলা প্রশাসক মোহম্মদ সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষ কিভাবে তা মোকাবেলা করবে, সে সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষেই এই আয়োজন। আশা করি, সর্ব সাধারণ এই মহড়া থেকে ভূমিকম্পের সময় কিভাবে পরিস্থিতির মোকাবেলা করতে হয় তা শিখতে পারবে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।